চরম ঝুঁকি নিয়ে জয়পুরহাটে ঠিক রেললাইনের ওপর বসছে কাপড়ের মার্কেট।এতে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা।
এটি উত্তরাঞ্চলের সর্ববৃহৎ হকার্স মার্কেট।পাশের কোন জায়গা না, একেবারে রেললাইনের ওপরেই কাপড়ের পসরা নিয়ে বসেন হকাররা।
দীর্ঘদিনের এই মার্কেটের ব্যবসায়ীরা বলছেন, অন্য উপায় না থাকায় ঝুঁকি নিয়েই তারা ব্যবসা করেন। তবে তারা জানান, কোনো বিকল্প ব্যবস্থা করে দেয়া হলে তারা অন্যত্র যেতে রাজি আছেন।
এদিকে, কয়েক বছর ধরেই হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়ে আসছে কর্তৃপক্ষ। কিন্তু ফল পাওয়া যাচ্ছে না আশানুরূপ।
তবে এ সমস্যা দ্রুত সমাধান করে হকার ও ক্রেতাদের পুনর্বাসন ও দুর্ঘটনা থেকে রক্ষা করবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
আরকে/এসজেড